২১ ডিসেম্বর, ২০১১

উবুন্টু/ডেবিয়ান লিনাক্সে ইন্সটল করুন ওরাকল জাভা ভার্সন ৭

জাভা একটি শক্তিশালী ক্রস প্লাটফর্ম অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যার ডেভেলপ, ওয়েবসাইট থেকে শুরু করে আধুনিক কম্পিউটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ লক্ষ্যনীয়। ওরাকল কর্পোরেশন কর্তৃক রিলিজকৃত JDK (Java Development Kit) হচ্ছে জাভা ডেভেলপারদের জন্য অবশ্য প্রয়োজনীয় একটু টুল। এর পাশাপাশি রয়েছে JRE (Java Runtime Environmet) যেটি ওয়েবব্রাউজার সমূহের জন্য জাভা প্লাগইন হিসাবে কাজ করে।



সম্প্রতি রিলিজ হয়েছে ওরাকল জাভার নতুন ভার্সন ৭ যেটিতে পূর্বের ভার্সনের চেয়ে আরো বেশি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে- নতুন প্রটোকল (যেমন- SCTP) সাপোর্ট, নতুন I/O লাইব্রেরি সাপোর্ট, JVM এ যুক্ত হয়েছে নতুন ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, স্ট্রিং সুইচিং ইত্যাদি। ইতিমধ্যেই উইন্ডোজ, লিনাক্স সহ সকল প্লাটগফর্মের জন্য এই নতুন ভার্সনটা পাওয়া যাচ্ছে।

আমার আজকের পোস্টে আমি আলোচনা করবো কিভাবে আপনি উবুন্টু/ডেবিয়ান লিনাক্সে (ফেডোরা/ওপেনসুয্যের জন্য বাইনারি [rpm] রয়েছে, ফলে তাদের জন্য এটি প্রযোজ্য নয়) ওরাকল জাভার (JDK ও JRE) নতুন এই ভার্সনটি ইন্সটল করবেন।

১০ ডিসেম্বর, ২০১১

উবুন্টুতে মেইল সার্ভার ইন্সটল এবং কনফিগারেশন [১ম পর্ব]

মাঝখানে কিছুদিন ব্যস্ততার কারনে সময় করতে না পারায় ব্লগে নতুন কোন পোস্ট দিতে পারিনি। আজ কিছুটা সময় পেয়ে তাই ফিরে এলাম নতুন একটি লিনাক্স বিষয়ক টিউটোরিয়াল নিয়ে। এর আগে ব্লগে ফেডোরায় সাম্বা সার্ভার ইন্সটলেশন এবং কনফিগারেশন বিষয়ক একটি পোস্ট দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উবুন্টুতে ধাপে ধাপে মেইল সার্ভার ইন্সটলেশন ও কনফিগার বিষয়ক একটি টিউটোরিয়াল।

লিনাক্স সিস্টেমে মেইল সার্ভার ইন্সটলেশন এবং কনফিগার করা কিছুটা সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। তাই আমি ধাপে ধাপে সহজ ভাষায় এই প্রক্রিয়াটি আলোচনা করার চেষ্টা করবো। পুরো বিষয়টি একটি পোস্টে আলোচনা করলে পোস্ট দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি দুই পর্বে আলোচনাটি করার চেষ্টা করবো। আজ দিলাম ১ম পর্ব।

মেইল সার্ভার ইন্সটলের পূর্বে যেসকল বিষয় জানা দরকার তা হলো একটি মেইল সার্ভার স্থাপনে কি কি দরকার হয়, এটি কেবলমাত্র একটি সার্ভার নয় বরং বেশ কিছু উপাদানের সমন্বয়ে গড়ে উঠে একটি মেইল সার্ভার। আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে আপনার মেইল সার্ভার দরকার পড়তে পারে। তাই মেইল সার্ভারের প্রয়োজনীয় অংশগুলো জানা থাকা দরকার।

১৪ সেপ্টেম্বর, ২০১১

Spotify: অসাধারন একটি অনলাইন মিউজিক সার্ভিস

গান শুনতে কার না ভালো লাগে? সঙ্গীতপিপাসু মানুষের নানাবিধ সঙ্গীতের চাহিদা মেটানোর একটি দারুন মাধ্যম হলো ইন্টারনেট। ওয়েবের জগতে ছড়িয়ে থাকা হাজারো সাইট থেকে অনেকেই পছন্দের গান ডাউনলোড করে শুনতে ভালোবাসেন, আবার অনেকে পছন্দ করেন অনলাইন মিউজিক সার্ভিস।
বিভিন্ন অনলাইন রেডিও, Grooveshark, Pandora সহ হাজারো অনলাইন মিউজিকের ভান্ডারের মাঝে সঙ্গীতপিপাসুদের জন্য আজ আমি নিয়ে এসেছি নতুন ধারার একটি মিউজিক সার্ভিস Spotify

২৪ জুলাই, ২০১১

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো সিএসই কার্নিভাল ২০১১

দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত হয়ে গেলো সিএসই কার্নিভাল ২০১১। ২০০০-০১ সেশনে মাত্র একটি শ্রেনীকক্ষ, ১০ জন ছাত্র আর ৩ জন শিক্ষক নিয়ে যে বিভাগের যাত্রা শুরু, আজ দশ বছর পর এসে ৬ তলা আইটি ভবন সহ প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী আর ২০ জন শিক্ষকের সমন্বয়ে আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট সম্পূর্ণ বিভাগে পরিনত হয়েছে সেটি। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিকে স্মরনীয় করে রাখতে তাই গতকাল বসেছিল সাবেক-বর্তমান ছাত্রছাত্রী সহ শিক্ষকদের এক অভূতপূর্ব মিলনমেলা।

১৫ জুন, ২০১১

ফেডোরায় সাম্বা সার্ভার কনফিগারেশন এবং ফাইল শেয়ারিং

প্রিয় পাঠক, আজ আবারো আপনাদের সামনে এলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। এটি সাম্বা-সার্ভার কনফিগার এবং এর মাধ্যমে লিনাক্স এবং উইন্ডোজ মেশিনের মধ্যে ফাইল শেয়ারিং বিষয়ক। অনেক বাসায় কিংবা অফিসে (যেখানে একাধিক কম্পিউটার রয়েছে এবং যেগুলো একই নেটওয়ার্কের আওতায়) অনেক কম্পিউটারে উইন্ডোজ এবং অনেক কম্পিউটারে লিনাক্স ইন্সটল্ড থাকে, লিনাক্স থেকে লিনাক্স মেশিনে ফাইল শেয়ারিংয়ের জন্য বিশেষ কোন মেকানিজম দরকার না হলেও লিনাক্স থেকে উইন্ডোজ মেশিনে ফাইল শেয়ারিংয়ের জন্য সাম্বা-সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। আসুন প্রথমেই দেখি সাম্বা কি-


সাম্বা হচ্ছে SMB/CIFS Networking Protocol এর একটি ফ্রি সফটওয়্যার ইম্পলিমেন্টেশেন যেটি এন্ড্রু ট্রিগেল কর্তৃক উদ্ভাবিত। এর মাধ্যমে উইন্ডোজ ক্লায়েন্টের সাথে ফাইল ও প্রিন্টার শেয়ারিং করা যায় এবং এর মাধ্যমে উইন্ডোজ সার্ভার ডোমেইনে সহজেই কাজ করা যায়। বেশিরভাগ লিনাক্স/ইউনিক্স-লাইক সিস্টেমেই এটি কাজ করে। এমনকি এটি এপলের ম্যাক অপারেটিং সিস্টেমেও সমান কার্যকর। আজকাল বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রোতেই উইন্ডোজ মেশিনের সাথে ফাইল ও প্রিন্টার শেয়ারিংয়ের সুবিধার্থে এটি দেওয়া হয়ে থাকে। সাম্বা নামটি এসেছে SMB (Server Message Block) থেকে যেটি মাইক্রোসফট উইন্ডোজের নেটওয়ার্ক ফাইল সিস্টেমের একটি প্রটোকল। সাম্বা ওপেনসোর্স এবং GNU GPL লাইসেন্সের আওতায় রিলিজকৃত। এর সর্বশেষ স্টেবল ভার্সন ৩.৫.৮।

১০ জুন, ২০১১

টিপসঃ অপেরা ব্রাউজার সম্পর্কিত কিছু টুইক

বর্তমানে বিশ্বে জনপ্রিয় ক্রস-প্লাটফর্ম ব্রাউজারের নাম বলতে গেলেই ফায়ারফক্স ও গুগল ক্রোমের পরই অবধারিতভাবে চলে আসবে অপেরা ব্রাউজারের নাম। মোবাইল হ্যান্ডসেটে ইন্টারনেট ইউজ করছেন এমন ইউজারমাত্রই অপেরা মিনি বা অপেরা মোবাইলের নাম শুনে থাকবেনই। সেই Opera Software ASA কর্তৃক রিলিজকৃত পিসি ব্রাউজারই হলো অপেরা। মোবাইল প্লাটফর্মের মত কম্পিউটার প্লাটফর্মে এতটা সফল না হলেও বর্তমানে ব্রাউজার পরিসংখ্যানে জনপ্রিয়তার দিক থেকে এর স্থান ৫ম এবং মার্কেট শেয়ারের পরিমাণ প্রায় ২.৬%।



আজকাল অনেকেরই কম্পিউটারে ফায়ারফক্স, গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরারের পাশাপাশি অপেরা ব্রাউজারও রয়েছে এবং অনেকেই এটি নিয়মিত ব্যবহার করে থাকেন। সেইসব অপেরা ব্যবহারকারী ও যারা আগামীতে অপেরা ব্যবহারের ইচ্ছা রাখেন তাদের সবার জন্যই আমার আজকের এই টিপস। এর আগের একটি পোস্টে আমি বলেছিলাম কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে কিভাবে মজিলা ফায়ারফক্সকে দ্রুতগতিসম্পন্ন করা যায়, আজ সেভাবেই দেখাবো অপেরা ব্রাউজারের সেটিংস পরিবর্তনের মাধ্যমে একে দ্রুতগতিসম্পন্ন করে তোলার উপায়। আর যথারীতি এসকল টিপস সকল প্লাটফর্মের অপেরার জন্যই প্রযোজ্য।

৯ জুন, ২০১১

টিউটোরিয়ালঃ ৬৪-বিট লিনাক্স ডিস্ট্রোতে পূর্নাঙ্গ ৩২-বিট সাপোর্ট এনাবল করা

আজ আবার আপনাদের সামনে এসেছি আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আপনারা অনেকেই নিশ্চয় অবগত আছেন, আর্কিটেকচারের উপর ভিত্তি করে কম্পিউটার অপারেটিং সিস্টেম ৩২-বিট ও ৬৪-বিট এই দুইভাগে বিভক্ত করা যায়। একসময় আমাদের দেশসহ বিশ্বের অধিকাংশ কম্পিউটারেই ৩২-বিট অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতো, এমনকি বর্তমানেও এই ধারা অনেকটাই অব্যাহত আছে। কিন্তু উন্নত হার্ডওয়্যার সাপোর্টের এই যুগে বাড়তি সুবিধা পাওয়ার জন্য অনেক ইউজারই ৬৪-বিট অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করেছেন। ৩২-বিট অপারেটিং সিস্টেমে ৬৪-বিট এপ্লিকেশন চালানো যায় না, কিন্তু ৬৪-বিট অপারেটিং সিস্টেমে ৩২-বিট এপ্লিকেশন সমূহ সহজেই চালানো যায় যদি সঠিক লাইব্রেরী ফাইলসমূহ ইন্সটল থাকে।
অন্যান্য অপারেটিং সিস্টেমের মত লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম বা ডিস্ট্রোগুলোও ৩২-বিটের পাশাপাশি ৬৪-বিট ভার্সন রিলিজ দেয় এবং অনেক ইউজারই এখন সেগুলো ইউজ করছেন। এখন এই ৬৪-বিট লিনাক্স ডিস্ট্রো ইউজারদের জন্য ডিস্ট্রোসমূহের রিপোতে তাদের আর্কিটেকচারের উপযোগী প্যাকেজ দেওয়া থাকে। কিন্তু তবুও কখনো কখনো বিশেষ প্রয়োজনে ৬৪-বিট ইউজারদের কিছু ৩২-বিট প্যাকেজ ইন্সটলের দরকার হয়ে পড়ে, বিশেষ করে- অনেক সফটওয়্যার ভেন্ডর তাদের সফটওয়্যারের কেবলমাত্র ৩২-বিট ভার্সন রিলিজ দেন (উদাহরনস্বরুপ- Yoono, Qnext ইত্যাদি), অর্থাৎ শুধুমাত্র ৩২-বিট আর্কিটেকচারের উপযোগী প্যাকেজ তারা সরবরাহ করেন। এখন এধরনের সফটওয়্যারসমূহ চালানোর প্রয়োজনে ৬৪-বিট ডিস্ট্রো ইউজারদের প্রয়োজনীয় ৩২-বিট লাইব্রেরী সমূহ ইন্সটল থাকা দরকার।

২৭ মে, ২০১১

রিভিউঃ এসে গেলো বহুল আলোচিত ফেডোরা ১৫

 বহুল প্রতীক্ষিত রেডহ্যাটের অনুদানকৃত কমিউনিটিভিত্তিক জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো ফেডোরার ১৫তম ভার্সন মুক্তি পেয়েছে গত ২৪শে মে। এই ভার্সনে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে যেগুলো ইতিমধ্যেই সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। উবুন্টুর পাশাপাশি আমিও ইন্সটল করলাম ফেডোরার এই নতুন ভার্সনটি। প্রথমেই নজর কাড়া গ্নোম ৩ ইন্টারফেস দেখে ভালো লেগে গেলো। তাই এই নতুন ভার্সনটির বিভিন্ন ফিচার ও কি কি ভালো লেগেছে বা কি কি ভালো লাগেনি ইত্যাদি বিষয় সবার সাথে শেয়ার করার জন্য আমার এই পোস্ট। তাহলে আসুন শুরু করা যাক-



প্রথমেই আমরা দেখে নিবো কি কি নতুন ফিচার যুক্ত হয়েছে ফেডোরার এই ভার্সনেঃ

২ মে, ২০১১

রিভিউঃ উবুন্টু ১১.০৪ ন্যাটি নারহোয়্যাল

গত ২৮শে এপ্রিল রিলিজ হয়েছে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ডেস্কটপ লিনাক্স ডিস্ট্রো উবুন্টুর ২০১১ সালের প্রথম ভার্সন ১১.০৪, যেটি উবুন্টুর ১৪ তম ভার্সন। ইতিমধ্যে অনেকেই নিশ্চয় এটি ব্যবহার করেও ফেলেছেন, গত প্রায় এক বছরের বেশি সময় যাবত উবুন্টু ১০.০৪ ব্যবহারের পর আমিও এটি ইন্সটল দিয়েছি সদ্য কেনা ল্যাপিতে। এটি ব্যবহারের পর এটির যেসব দিক আমার ভালো লেগেছে আর যেসব দিক ভালো লাগেনি সেসব নিয়ে আলোচনার জন্যই আমার এই পোস্ট। একজন সাধারন উবুন্টু ইউজারের দৃষ্টিকোণ থেকে উবুন্টুর এই ভার্সনটি সম্পর্কে আমার রিভিউ সবার সাথে শেয়ার করাই এই পোস্টের উদ্দেশ্য।





প্রথমেই বলে নিচ্ছি উবুন্টুর এই ভার্সনে প্রধান কি কি পরিবর্তন/ফিচার এসেছে গত ভার্সন থেকে-

২৩ মার্চ, ২০১১

বাড়িয়ে দিন মজিলা ফায়ারফক্সের গতি!

মজিলা ফায়ারফক্স বিশ্বব্যাপী বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের একসময়ের একচ্ছত্র আধিপত্য ভেঙ্গে বর্তমানে এটি ব্রাউজার মার্কেটে বেশ ভালোভাবেই এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাউজার মার্কেটে এর বর্তমান ইউজার শেয়ার প্রায় ৩০% যেটি ইউজার শেয়ারের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে। মাল্টিপ্লাটফর্ম হওয়ার সুবাদে অনেকেই উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবখানেই ফায়ারফক্স ব্যবহার করছেন ওয়েব ব্রাউজার হিসাবে। বিশেষ করে বেশিরভাগ মেইনস্ট্রিম লিনাক্স ডিস্ট্রোর সাথে ডিফল্ট ব্রাউজার হিসাবে ফায়ারফক্স থাকায় লিনাক্স ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা প্রশ্নাতীত। পাশাপাশি উইন্ডোজ/ম্যাক ইউজারদের কাছেও এটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।


 নানাধরনের ফিচার-এডঅন ইত্যাদি সমৃদ্ধ এই ওয়েব ব্রাউজারটি যথেষ্ট দ্রুতগতির। কিন্তু আপনি কি জানেন কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনি এটিকে করে তুলতে পারেন আরো দ্রুতগতিসম্পন্ন? হাঁ পাঠক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কিছু সেটিংসের পরিবর্তন এটিকে করে তুলতে পারে আরো দ্রুত! এই টিপসগুলো সকল প্লাটফর্মের জন্যই প্রযোজ্য। আপনি যদি কোন কারনে আপনার সিস্টেমে মজিলা ফায়ারফক্সের গতি নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে এই টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন, আশা করছি কিছুটা হলেও ভালো ফল পাবেন। তাহলে আসুন শুরু করা যাক-

২ মার্চ, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৪র্থ পর্ব)

১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম ব্লগার ব্লগে নতুন ফিচার যোগ সংক্রান্ত কিছু টিপস, এখন আপনাদের সামনে আবারো হাজির হলাম আরো কিছু টিপস এন্ড ট্রিকস নিয়ে। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক-


ব্লগ পোস্টে যুক্ত করুন ওয়েলকাম মেসেজ
এই ব্লগের পোস্টে শিরোনামের নিচে আপনারা নিশ্চয় একটি ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন, এধরনের ওয়েলকাম মেসেজের সাহায্যে আপনি আপনার ব্লগের পাঠককে স্বাগত জানানোর পাশাপাশি আপনার ব্লগের আরএসএস ফিডে সাবস্ক্রাইবের সুযোগ দিতে পারেন, এতে আগ্রহী পাঠক ব্লগের নতুন পোস্টগুলো প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপডেট পেয়ে যাবে। জেকুয়েরী এর সাহায্যে বানানো এধরনের এনিমেটেড ওয়েলকাম মেসেজ আপনার ব্লগ পোস্টকে আরো চিত্তাকর্ষক করে তুলতে সাহায্য করতে পারে, আসুন দেখি কিভাবে এটি যোগ করবেন-

২৮ ফেব্রুয়ারী, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (৩য় পর্ব)

১ম পর্ব
২য় পর্ব

(গত পর্বের পর)

গতপর্বে আমি আপনাদের সাথে ব্লগার প্লাটফর্মের ব্লগে নতুন সুবিধা যোগ সংক্রান্ত কিছু টিপস এন্ড ট্রিকস শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আরো কিছু নতুন ফিচার যোগ করার উপায়, তাহলে আসুন শুরু করা যাক-

মন্তব্য ফরমে যুক্ত করুন ইমোটিকন
ব্লগ/ফোরামের পোস্ট/মন্তুব্যের অন্যতম সুন্দর একটি ফিচার হলো ইমোটিকন (সংক্ষেপে- ইমো)। এর মাধ্যমে পাঠক/লেখক নিজের মনের কোন ভাব ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ব্লগার প্লাটফর্মের ব্লগে মন্তব্য ফরমে ডিফল্টভাবে এই ইমোটিকন সুবিধাটি দেওয়া না থাকলেও টেমপ্লেটে কিছুটা পরিবর্তন এনে আপনি আপনার ব্লগের মন্তব্য ফরমে যোগ করতে পারেন আকর্ষনীয় কিছু ইমোটিকন। এটি করার উপায় হলো-

২৪ ফেব্রুয়ারী, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (২য় পর্ব)

১ম পর্ব

(গত পর্বের পর)

গত পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আপনার ব্লগার প্লাটফর্মের ব্লগটিতে নতুন সুবিধা যোগ করার জন্য কিছু টিপস এন্ড ট্রিকস। আজ আবারো আপনাদের সামনে এসেছি আরো কিছু ট্রিকস নিয়ে। তাহলে আসুন শুরু করা যাক-

ব্লগ পোস্টের শেষে যুক্ত করুন সম্পর্কিত পোস্ট তালিকা
আপনারা যারা ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে ব্লগ বানিয়েছেন তারা একটি ফিচার দেখে থাকবেন যাতে কোন পোস্টের নিচে উক্ত পোস্টের লেবেল/ট্যাগ অনুসারে ঐ ব্লগের অন্যান্য ঐ সম্পর্কিত পোস্টগুলোর একটি তালিকা দেখা যায়। এটিকে Related Posts নামেও অনেকে চিনে থাকবেন। বিভিন্ন ফোরামেও পোস্টের নিচে এরকম তালিকা আপনারা দেখে থাকবেন। এই সুবিধাটি ব্লগারে অনুপস্থিত হওয়ায় অনেকেই এটি নিয়ে অভিযোগ করে থাকেন। কিন্তু একটু চেষ্টা করলে আপনি ব্লগারেও যুক্ত করতে পারেন এই সুবিধাটি (এই ব্লগটির পোস্টের নিচে খেয়াল করুন)। এজন্য যা করতে হবে তা হলো-

১. ব্লগারের টেমপ্লেটের html কোড এডিটের অপশনটি খুলুন।

২৩ ফেব্রুয়ারী, ২০১১

টিপস এন্ড ট্রিকসঃ সাজিয়ে তুলুন আপনার ব্লগ (১ম পর্ব)

বর্তমানে অনলাইন জগতে তুমুল জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং। বিশ্বের অনেক ব্যক্তি জড়িত আছেন এই মাধ্যমটির সাথে। নিজের চিন্তা-চেতনা সবার সাথে শেয়ার করতে বা অন্যের ভাবনার খোরাক পেতে ব্লগিং একটি শক্তিশালী প্লাটফর্ম হিসাবে ব্যাপক জনপ্রিয়। এছাড়াও সংবাদ, তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, খেলাধুলা সহ এমন কোন বিষয় নেই যেটি নিয়ে ব্লগ গড়ে উঠেনি। প্রাতিষ্ঠানিক বা সার্বজনীন ব্লগের পাশাপাশি অনেকেই চালু করেন ব্যক্তিগত ব্লগ, যেটি একজন ব্যক্তির চিন্তা-চেতনা-জীবনাদর্শ ইত্যাদি নানাদিক ফুটিয়ে তুলতে সাহায্য করে।  ব্লগ তৈরি করার জন্য রয়েছে বেশকিছু প্লাটফর্ম। ব্লগিং প্লাটফর্ম হিসাবে জনপ্রিয় প্লাটফর্মগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস, ব্লগার ইত্যাদি অন্যতম। অনেকে ব্লগিংয়ের জন্য বেছে নিচ্ছেন ওয়ার্ডপ্রেস, আবার অনেকে বেছে নেন ব্লগার। জনপ্রিয়তায় কোনটি এগিয়ে রয়েছে এটি সঠিকভাবে বলা মুশকিল। আমি আমার এই ধারাবাহিক পোস্টের মাধ্যমে মূলত: ব্লগার প্লাটফর্মে যারা ব্লগিং করেন তারা কিভাবে নিজেদের ব্লগে নতুন সুবিধা যোগ করে ব্লগটিকে মনের মত সাজিয়ে তুলতে পারেন সেই ব্যাপারেই আলোকপাত করার চেষ্টা করবো।
ব্লগার কি?
ব্লগার একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম যেখানে নিখরচায় ও সহজে আপনি ব্লগ তৈরি করতে পারবেন। এটি মূলত 'পিরা ল্যাব' নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত যেটিকে ২০০৩ সালে কিনে নেয় গুগল। বর্তমানে এটি গুগলের একটি সার্ভিস হিসাবে চালু রয়েছে। আপনার যদি গুগল একাউন্ট (জিমেইল) থাকে তাহলে আপনি ব্লগারে সাইন-ইন করে তৈরি করতে পারবেন নিজের একটি ব্লগ। একেবারে নবীন থেকে শুরু করে অভিজ্ঞ সবধরনের ব্লগারের জন্যই নানা সুবিধা সম্বলিত এই সেবাটি দেওয়া হয়েছে। এখানে সহজ কিছু বিল্ট-ইন টেমপ্লেট কাস্টমাইজ করে আপনি সাদামাটা ব্লগ থেকে শুরু করে থার্ডপার্টি টেমপ্লেট ব্যবহারের মাধ্যমে প্রফেশনাল লুকিং ব্লগ সবকিছুই করতে পারবেন। আপনার যদি ওয়েব ডেভেলপ/ডিজাইন সম্পর্কে কিছুটা ধারনা থাকে তাহলে বিল্ট-ইন ফিচারের পাশাপাশি আপনি এতে যোগ করতে পারবেন আরো অনেক ফিচার। এককথায় সকল শ্রেনীর ব্লগারের চাহিদার কথা মাথায় রেখেই এই প্লাটফর্মটি তৈরি করা হয়েছে।
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এধরনের কিছু টিপস এন্ড ট্রিকস যেগুলো ফলো করে আপনি ব্লগে যুক্ত করতে পারবেন চমক লাগানো নানা ফিচার যা আপনার ব্লগের পাঠক থেকে শুরু করে সবাইকে মুগ্ধ করবে।

১৮ ফেব্রুয়ারী, ২০১১

বর্ণাঢ্য উদ্বোধনীর মাধ্যমে শুরু হলো বিশ্বকাপ ক্রিকেট ২০১১

ঢাকায় গতকাল আলোর ছটায় বর্ণিল উদ্বোধনীর মাধ্যমে পর্দা উঠলো বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর। ভারত-বাংলাদেশ-শ্রীলংকার যৌথ আয়োজনে আয়োজিত এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। মোটামুটি সফল একটি উদ্বোধনী তারা আয়োজন করতে পেরেছে বলেই সবার ধারনা। দীর্ঘদিন পর দেশবাসী আন্তর্জাতিকমানের কোন উদ্বোধনী দেখতে পেল দেশের মাটিতে। এই ব্যাপারে বিসিবি, ক্রীড়া মন্ত্রনালয়, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী সহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ পেতেই পারে। দেশ-বিদেশের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহনে চমৎকার একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে বাংলাদেশ। স্বাগতিক দেশগুলোর নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি পরিবেশন ছাড়াও ব্রায়ান এডামসের মত আন্তর্জাতিক শিল্পীর নজরকাড়া উপস্থিতি এই অনুষ্ঠানকে করে তুলেছিল দর্শকদের চোখে দারুন উপভোগ্য। মাঠে উপস্থিত দর্শক ছাড়াও দেশের আনাচে-কানাচে সকল দেশবাসী টিভির পর্দায় চোখ রেখেছিল এই অনুষ্ঠানের দিকে। এর পাশাপাশি স্যাটেলাইটের কল্যাণে বিশ্বের ১৮০টির মত দেশে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার কারনে বিশ্ববাসীও শামিল হয়েছিল এই কাতারে। অবশেষে মানসম্মত একটি উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে সবাই বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ পেলো।

১০ ফেব্রুয়ারী, ২০১১

উবুন্টুতে GTK এপ্লিকেশনের থিম সংক্রান্ত সমস্যা ও সমাধান

আমার এই পোস্টটি উবুন্টুর জন্য লিখলেও যারা ওপেনসুয্যে, ফেডোরা বা অন্যান্য ডিস্ট্রো ব্যবহার করছেন এবং এধরনের সমস্যায় পড়েছেন তাদের ক্ষেত্রেও কার্যকর। উবুন্টুতে যারা কেডিই ও গ্নোম দুটি ডেক্সটপ এনভায়রনমেন্ট একত্রে ব্যবহার করছেন এই সমস্যাটি তারা নিশ্চয় দেখে থাকবেন। যারা শুধু কেডিই বা শুধু গ্নোম ডেক্সটপ ব্যবহার করেন এই সমস্যাটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আপনারা যারা উবুন্টুতে গ্নোম ও কেডিই দুটি ডেক্সটপ একত্রে ব্যবহার করেন তারা নিশ্চয় খেয়াল করছেন আপনি গ্নোমে যে থিমটি ব্যবহার করেন কেডিইতে GTK এপ্লিকেশন (যেমন- রিদমবক্স, টোটেম, পিজিন ইত্যাদি) চালানোর সময় সেই একই থিমটি ব্যবহৃত হয়। কিন্তু গ্নোম ও কেডিই দুটি সম্পূর্ণ ভিন্ন এনভায়রনমেন্ট, ফলে গ্নোমে ব্যবহৃত থিম অনেক সময়ই দেখা যায় কেডিইতে সুন্দর দেখায় না বা কেডিই এর সাথে খাপ খায় না।
ফলে কেডিইতে GTK এপ্লিকেশনগুলোর জন্য কেডিই এর সাথে খাপ খায় এমন কোন থিম ব্যবহার করলে সুন্দর দেখায় (যেমন- Clearlooks বা QtCurve)। কেডিইতে এসব এপ্লিকেশনের থিম পরিবর্তনের জন্য অনেকেই gtk-chtheme নামক প্যাকেজটি ব্যবহার করে থাকেন, এছাড়া কেডিই এর সিস্টেম সেটিংস থেকে Look & Feel--->GTK+ Appearance থেকেও অনেকে থিম চেঞ্জ করে থাকেন।কিন্তু এভাবে করার পর কি হয় দেখেছেন কি?

৮ ফেব্রুয়ারী, ২০১১

কয়েকখানা টেকি জোকস

আমার সংগ্রহ থেকে কিছু মজার টেকি জোকস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই পোস্ট। তাহলে আসুন পড়তে থাকি কিছু মজার টেকি জোকস-


বিল গেটস ও শয়তান
বিল গেটস মারা গেলেন ও যথারীতি তিনি নরকে গিয়ে পৌঁছালেন। সেখানে স্বয়ং শয়তান তাকে অভ্যর্থনা জানালেন। শয়তান বললো- 'তুমি সারাজীবন অনেক লোককে ঠকিয়েছ, অনেক টাকা কামাই করেছো দুই নাম্বারি পথে, ফলে তুমি নরকবাস করবে, কিন্তু যেহেতু তুমি আমার পথ অনুসরণ করেছিলে ও এজন্য আমি তোমার উপর কিছুটা সন্তুষ্ট, তাই আমি তোমাকে ৩টা ঘরে নিয়ে যাবো যেখান থেকে তুমি পছন্দমত একটা বাছাই করবে, সেই ঘরেই তুমি বন্দী থেকে নরকবাস করবে।'
বিল গেটস বললেন- আপনার যেমন মর্জি।
শয়তান প্রথমে তাকে নিয়ে গেলো একটা বড় ঘরে, সেখানে একটা অগ্নিকুন্ডে আগুন জ্বলছিল যেখানে পাপীদের আত্মা আগুনে পুড়ে নরকযন্ত্রণা ভোগ করছিল।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ২নং ঘরে যেখানে একটা বিশাল আকৃতির ঘরে পাপী লোকদের আত্মা ক্ষুধার্ত হিংস্র সিংহদের দ্বারা তাড়া খাচ্ছিল ও সিংহগুলো কিছু পাপীর দেহ ভক্ষণ করছিলো।
এরপর তাকে নিয়ে যাওয়া হলো ৩নং ঘরে, সেই ঘরটা আয়তনে কিছুটা ছোট। ঘরের এক কোনায় একটা টেবিলে দামী মদ রাখা ছিলো। বিল গেটস খেয়াল করলো ঘরের অপর কোনায় একটি কম্পিউটারও দেখা যাচ্ছে।
শয়তান বললো- 'এবার বলো তুমি কোন ঘরে নরকযন্ত্রণা ভোগ করতে চাও'।
বিল গেটস কোন দ্বিধা ছাড়াই বললেন- 'অবশ্যই এই ঘরে (অর্থাৎ ৩নং ঘরে)।

৩ ফেব্রুয়ারী, ২০১১

সহজ ভাষায় টিউটোরিয়ালঃ উবুন্টুতে MySQL সার্ভার ইন্সটলেশন ও ব্যবহার

পরীক্ষার প্রয়োজনে সম্প্রতি ডেটাবেস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে MySQL নিয়ে কাজ করতে হচ্ছে, ফলে উবুন্টুতে ইন্সটল দিতে হয়েছে MySQL সার্ভার। কিভাবে উবুন্টুতে ধাপে ধাপে এই ইন্সটলেশনের কাজটি করবেন ও MySQL ব্যবহার করবেন সেটি যথাসম্ভব সবার উপযোগী করে সহজ ভাষায় উপস্থাপন করাই আমার পোস্টের উদ্দেশ্য।

MySQL কি?
SQL (পূর্বনাম- Sequel) হচ্ছে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত আদর্শ রিলেশনাল ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। যার পূর্ণরুপ-Structured Query Language। আইবিএমের 'System R' প্রজেক্টের আওতায় এর জন্ম। পরবর্তীতে এটির ব্যবহার বেড়ে যাওয়ায় ANSI ও ISO এর যৌথ উদ্যোগে এর একটি স্ট্যান্ডার্ড ভার্সন SQL-86 রিলিজ হয়। বর্তমানে নানা ধাপ পেরিয়ে এর ভার্সন SQL-2008 চলছে।
আর, MySQL হচ্ছে একটি জনপ্রিয় RDBMS (Relational Database Management System) যেটি সার্ভার হিসাবে রান করে। সম্পূর্ণ C/C++ ল্যাঙ্গুয়েজে লিখিত এই MySQL যেটি ডেভেলপ করা হয়েছে  ওরাকল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান MySQL AB কর্তৃক। বর্তমানে এর ভার্সন ৫.৫.x রয়েছে। এটির অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে এটি ওপেনসোর্স এবং মাল্টি-প্লাটফর্ম।

৩০ জানুয়ারী, ২০১১

'মেহেরজান' চলচ্চিত্র নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক ও কিছু কথা

'মেহেরজান'; যুদ্ধ ও প্রেমের গল্প নাম দিয়ে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় মুক্তিপ্রাপ্ত এই ভিন্নস্বাদের (!) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি নিয়ে মুক্তির আগে থেকেই মিডিয়া মারফত ব্যাপক মাতামাতি চলেছে। হয়েছে নানা আলোচনা, ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় এর আগে বেশকিছু সাড়াজাগানো মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি তৈরি হওয়ায় এই ছবিটি নিয়েও সৃষ্টি হয়েছিল দর্শক-বোদ্ধাদের আগ্রহ। এই ছবিতে ভারতের জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জীর মত গুণী শিল্পীদের অভিনয়ের কথা শুনেও আগ্রহী হয়েছিলেন অনেকে। কিন্তু মুক্তির পর কি দেখলাম আমরা এই ছবিতে?
ভিন্নধারার গল্পের নাম দিয়ে এই ছবিতে দেখানো হলো আমাদের জাতির গর্ব মুক্তিযুদ্ধ নিয়ে চরম বিতর্কিত আর বিকৃত ইতিহাস! সচেতন জনগণ এটি মেনে নেয় নাই, কিছু মিডিয়া আর ব্যক্তি এটিকে সমর্থন দিলেও দেশের বেশিরভাগ জনগণ এই ছবিটি নিয়ে সমালোচনা করেছেন, অনলাইন জগতে ব্লগ-ফোরাম সহ সবখানে চলেছে এই ছবিটির ব্যবচ্ছেদ আর তুমুল সমালোচনা।

২৭ জানুয়ারী, ২০১১

কে হতে পারে ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন?

বিশ্বকাপ ক্রিকেট অত্যাসন্ন! হিসাব মতে আর মাত্র ২২ দিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ এই আসর। এবারের বিশ্বকাপ উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়ায় এটি নিয়ে উন্মাদনাও কম নয়, সহ-আয়োজক দেশ হওয়ায় বাংলাদেশের জন্য বিশ্বকাপ এবার নিয়ে এসেছে নতুন এক মাত্রা। কে হবে এবারের শিরোপা জয়ী? কার হাতে যাবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ট্রফিটি? এই আলোচনা এখন সবার মুখে মুখে...গত কয়েক বিশ্বকাপের চিরাচরিত অসিদের একক আধিপত্যের ধারা ভেঙ্গে এবার নতুন এক চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় আলোচনা জমে উঠেছে বেশ।
আমার এই পোস্টে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বিবেচনা করা হচ্ছে এমন কিছু দেশ নিয়ে আমার নিজস্ব ভাবনা তুলে ধরার চেষ্টা করছি-
ভারত
বিশ্বকাপ শুরুর আগে থেকেই হট ফেভারিটের তালিকায় প্রথমেই যে দেশটি নিয়ে মাতামাতি হচ্ছে সেটি হলো ভারত। সহ-আয়োজক ভারত আগের বিশ্বকাপগুলোতে তেমন সাড়া জাগাতে (২০০৩ বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত গেলেও ২০০৭ বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায়) না পারলেও এবার বেশ আটঘাট বেঁধেই নামছে শিরোপা জয়ের মিশনে। সাম্প্রতিক পারফরমেন্স আর ঘরের মাঠ এই দুটি সুবিধা মিলিয়ে ভারতকে তাই ক্রিকেট বোদ্ধারা রাখছেন তালিকার প্রথম দিকেই।

২২ জানুয়ারী, ২০১১

Hotot: লিনাক্সের জন্য দারুন একটি ডেস্কটপ টুইটার ক্লায়েন্ট

আমাদের অনেকেরই টুইটারে একাউন্ট আছে। ফেসবুকের পাশাপাশি আমাদের দেশ সহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগের সাইট হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যাপক জনপ্রিয়। অনেকেই পিসিতে টুইটার ক্লায়েন্টের সাহায্যে টুইটার ব্যবহার করতে পছন্দ করে থাকেন। উইন্ডোজ প্লাটফর্মে বেশকিছু টুইটার ক্লায়েন্ট রয়েছে যেগুলো বেশ ফিচার-সমৃদ্ধ। এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো। আর এডোব-এয়ার ছাড়াও বেশকিছু ক্লায়েন্ট আছে। লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি ফিচারসমৃদ্ধ টুইটার ক্লায়েন্টের অভাব ছিল আগে থেকেই। এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো লিনাক্সে কাজ করলেও এডোব-এয়ার ছাড়া ভালোমানের টুইটার ক্লায়েন্টের অভাব অনুভূত হয়েছে অনেকবার। লিনাক্স ব্যবহারকারী টুইটার একাউন্টধারীদের ফিচারসমৃদ্ধ ডেস্কটপ টুইটার ক্লায়েন্টের অভাব দূর করতে এলো Hotot!

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলঃ আমার ভাবনা

আপনারা অবগত আছেন যে, সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ কে সামনে রেখে ঘোষিত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড। এই স্কোয়াড দেখে নানা জনে নানা মন্তব্য করছেন। কেউ করছেন সমালোচনা, আবার কেউ করছেন প্রশংসা। এটাই স্বাভাবিক, কারন উপমহাদেশে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের এই ১৫ জনের উপর নির্ভর করছে ১৫ কোটি দেশবাসীর আশা-ভরসা। এরাই বিশ্বকাপে ভালো খেলে আমাদের গর্বিত করবে এটাই সবার আশা। ফলে বাংলাদেশ দল নিয়ে এমন আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আপনাদের সবার জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের নাম নিচে দিলাম-
চূড়ান্ত স্কোয়াডঃ  সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী।