২৩ মার্চ, ২০১১

বাড়িয়ে দিন মজিলা ফায়ারফক্সের গতি!

আপনি যদি এই ব্লগের নতুন পাঠক হন আর পরবর্তী সকল নতুন পোস্ট দ্রুত পেতে চান
তাহলে সাবস্ক্রাইব করুন RSS Feed !
মজিলা ফায়ারফক্স বিশ্বব্যাপী বর্তমানে তুমুল জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের একসময়ের একচ্ছত্র আধিপত্য ভেঙ্গে বর্তমানে এটি ব্রাউজার মার্কেটে বেশ ভালোভাবেই এগিয়ে যেতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রাউজার মার্কেটে এর বর্তমান ইউজার শেয়ার প্রায় ৩০% যেটি ইউজার শেয়ারের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে। মাল্টিপ্লাটফর্ম হওয়ার সুবাদে অনেকেই উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবখানেই ফায়ারফক্স ব্যবহার করছেন ওয়েব ব্রাউজার হিসাবে। বিশেষ করে বেশিরভাগ মেইনস্ট্রিম লিনাক্স ডিস্ট্রোর সাথে ডিফল্ট ব্রাউজার হিসাবে ফায়ারফক্স থাকায় লিনাক্স ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা প্রশ্নাতীত। পাশাপাশি উইন্ডোজ/ম্যাক ইউজারদের কাছেও এটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে।


 নানাধরনের ফিচার-এডঅন ইত্যাদি সমৃদ্ধ এই ওয়েব ব্রাউজারটি যথেষ্ট দ্রুতগতির। কিন্তু আপনি কি জানেন কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনি এটিকে করে তুলতে পারেন আরো দ্রুতগতিসম্পন্ন? হাঁ পাঠক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কিছু সেটিংসের পরিবর্তন এটিকে করে তুলতে পারে আরো দ্রুত! এই টিপসগুলো সকল প্লাটফর্মের জন্যই প্রযোজ্য। আপনি যদি কোন কারনে আপনার সিস্টেমে মজিলা ফায়ারফক্সের গতি নিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে এই টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন, আশা করছি কিছুটা হলেও ভালো ফল পাবেন। তাহলে আসুন শুরু করা যাক-


১. প্রথমেই ফায়ারফক্স ওপেন করে এড্রেসবারে লিখুন-
about:config
এবার এন্টার প্রেস করুন, একটি ডায়ালগ শো করবে, সেখানের নির্দেশনা অনুসরন করুন। এতে একটি তালিকা ওপেন হবে।

২. তালিকার উপরে  Filter বারে লিখুন-
network
এন্টার প্রেস করুন, ওপেন হওয়া তালিকা থেকে ক্রমানুসারে নিচের সেটিংসগুলো খুঁজে বের করুন ও মান পরিবর্তন করে দিন-

network.http.max-connections
মান চেঞ্জ করে ৩০ থেকে ৪৮ করে দিন।

network.http.max-persistent-connections-per-server
মান চেঞ্জ করে ৬ থেকে ৮ করে দিন।

network.http.pipelining
মান চেঞ্জ করে false থেকে true করে দিন।

network.http.pipelining.maxrequests
মান চেঞ্জ করে ৪ থেকে ৬০ করে দিন।

network.http.proxy.pipelining
মান চেঞ্জ করে false থেকে true করে দিন।


৩.এবার ফিল্টার বারে লিখুন-
plugin.expose_full_path
মান চেঞ্জ করে false থেকে true করে দিন।


৪. এবার তালিকার কোন একটি খালি স্থানে মাউস কার্সর রেখে রাইট-ক্লিক করে মেনু থেকে সিলেক্ট করুন-
New-->Integer

এবার ওপেন হওয়া বক্সে নাম লিখুন-
nglayout.intialpaint.delay
এটির মান হিসেবে সেট করে দিন 0


এবার আবারো একই নিয়মে নতুন আরেকটি ভ্যালু তৈরি করুন, এটির নাম দিন-
content.notify.backoffcount
এটির মান হিসাবে সেট করে দিন 5



এবার একই নিয়মে আরেকটি ভ্যালু তৈরি করুন, যার নাম দিবেন-
ui.submenuDelay
এবার এটির মান হিসাবে সেট করুন 0



এবার আবার নতুন ভ্যালু তৈরি করুন, নাম দিন-
browser.cache.memory.capacity
এর মান সেট করে দিবেন আপনার সিস্টেমের র‍্যাম অনুযায়ী, তবে এর মান ৮ মেগাবাইটের নিচে দেওয়া যাবে না, এটির উপর নির্ভর করবে মজিলা ফায়ারফক্স কি পরিমান র‍্যাম ইউজ করবে সেটি, এটির মান হিসাবে সাধারনত ১৬ মেগাবাইট দিতে পারেন, এজন্য মান হিসাবে লিখুন-
16384



ব্যস হয়ে গেলো! এবার রিস্টার্ট দিন মজিলা ফায়ারফক্স আর দেখুন স্পীড কতটুকু বেড়ে গেলো।


বিঃদ্রঃ উপরের টিপসগুলো অনুসরণ করে আপনার ইন্টারনেট কানেকশনের ধরন অনুযায়ী আপনি ফায়ারফক্সের গতি (পেজ লোডিং টাইম) ৩-১০ গুন পর্যন্ত বেড়ে যেতে দেখবেন। বিশেষতঃ  ব্রডব্যান্ড/ওয়াইম্যাক্স বা এধরনের দ্রতগতিসম্পন্ন ইন্টারনেট ইউজাররা গতিতে কিছুটা হলেও পরিবর্তন দেখতে পাবেন। আর যারা মোবাইল/ এজ মডেমের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করেন তারা টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন ফায়ারফক্সের গতিতে কোন পরিবর্তন এলো কি না।

0 মন্তব্য:

মন্তব্যে ইমোটিকন ব্যবহারের জন্য ইমোটিকনের পাশের কোডটি আপনার কি-বোর্ডের সাহায্যে টাইপ করুনঃ
:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

একটি মন্তব্য পোস্ট করুন