২৮ এপ্রিল, ২০১২

উবুন্টু ১২.০৪ এলটিএস ইন্সটলের পর অবশ্য করণীয় ১০টি কাজ

প্রিয় পাঠক, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, গত ২৬ এপ্রিল রিলিজ হয়েছে জনপ্রিয় ডেক্সটপ লিনাক্স ডিস্ট্রো উবুন্টুর ৪র্থ লং-টার্ম সার্ভিস সংস্করণ ১২.০৪ (প্রিসাইস প্যাঙ্গোলিন)। নতুন অনেক ফিচার সম্বলিত এই সংস্করণটি ইতিমধ্যেই ইউজারদের মধ্যে সাড়া ফেলেছে। নিশ্চয় অনেকেই এটি ইন্সটল করেও ফেলেছেন, কিন্তু ইন্সটলের পর সিস্টেম কাজের উপযোগী করার জন্য কি কি কাজ গুরুত্বপূর্ন সেগুলা সঠিকভাবে জানা না থাকায় অনেক নতুন ব্যবহারকারী হিমশিম খান।






ইন্টারনেটে ইংরেজি ভাষায় এধরনের কাজের তালিকা সম্বলিত বেশকিছু পোস্ট পাওয়া যাবে, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলায় এধরনের পোস্টের স্বল্পতা রয়েছে। সেটি মাথায় রেখেই আমি লিখতে বসেছি এই পোস্ট; এখানে আমি চেষ্টা করবো নতুন ব্যবহারকারীদের জন্য উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর গুরুত্বপূর্ন কি কি কাজ করতে হবে সেটা যথাসাধ্য সহজ ভাষায় তুলে ধরার। এটি অবশ্য উবুন্টুর অন্যান্য সংস্করণগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য হবে।


তাহলে আসুন মূল পোস্টে যাওয়া যাক-

৯ এপ্রিল, ২০১২

রিভিউঃ ফুডুন্টু - অদ্ভুত নামের সিরিয়াস ডিস্ট্রো!

আবারো ফিরে এলাম লিনাক্স রিভিউ নিয়ে, আজ যে ডিস্ট্রো সম্পর্কে লিখবো এটি ততটা জনপ্রিয় কোন ডিস্ট্রো নয়, একেবারেই নতুন প্রজেক্টই বলা চলে; ক্যানোনিকাল, রেডহ্যাট, নভেলের মত বড় কোন কোম্পানীর সহায়তাও নেই এটির পিছনে। তবুও নতুন ডিস্ট্রো হিসাবে এটি যথেষ্ট ভালো করেছে এবং বর্তমানে আমি এটি ব্যবহার করছি।

দীর্ঘদিন উবুন্টু ব্যবহারের পর কিছুদিন বিরতি দিয়ে যখন ভাবছিলাম নতুন কোন ডিস্ট্রো দিবো তখনই আমি পরিচিত হই ফুডুন্টুর সাথে...অনেকটা উবুন্টুর নামের সাথে মিল রয়েছে বলে অনেকে এটিকে ভেবে নিতে পারেন আরো একটি উবুন্টু ফর্ক, কিন্তু মূলত তা নয়!




ফুডুন্টু একটি RPM প্যাকেজ ভিত্তিক ডিস্ট্রো যেটির জন্ম ফেডোরার উপর ভিত্তি করে, প্রথম ভার্সনটি মুক্তি পায় ২০১০ সালের নভেম্বরে। এরপর হাঁটি হাঁটি পা পা করে বেশ কিছু ভার্সন রিলিজের পর এটি ২০১১ সালের নভেম্বরে ফেডোরা ১৪ এর একটি রিমিক্স হিসাবে আত্মপ্রকাশ করে। এর ডেভেলপার এন্ড্রু ভয়েত মূলত চেয়েছিলেন ফেডোরা ও উবুন্টুর মাঝামাঝি ধরনের কোন ডিস্ট্রো বানাতে, এর ফলেই এটির নাম রাখা হয় ফুডুন্টু (ফেডোরা+উবুন্টু); ফেডোরার নীতি ও উবুন্টুর সহজবোধ্যতাকে একসাথে এনে নেটবুক ও নোটবুক কম্পিউটারের কথা মাথায় রেখে এটির জন্ম হয়েছিল।
সম্প্রতি এর নীতিতে পরিবর্তনের সুবাদে ২০১২ সালের শুরু থেকে এটি ফেডোরার রিমিক্সের পরিবর্তে স্বাধীন একটি ডিস্ট্রো হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং সেই সাথে আরো কিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো এটিকে রোলিং রিলিজ হিসাবে ঘোষনা করা এবং ফেডোরা রিপোর পরিবর্তে নিজস্ব আলাদা রিপো প্রচলন।