১৪ সেপ্টেম্বর, ২০১১

Spotify: অসাধারন একটি অনলাইন মিউজিক সার্ভিস

আপনি যদি এই ব্লগের নতুন পাঠক হন আর পরবর্তী সকল নতুন পোস্ট দ্রুত পেতে চান
তাহলে সাবস্ক্রাইব করুন RSS Feed !
গান শুনতে কার না ভালো লাগে? সঙ্গীতপিপাসু মানুষের নানাবিধ সঙ্গীতের চাহিদা মেটানোর একটি দারুন মাধ্যম হলো ইন্টারনেট। ওয়েবের জগতে ছড়িয়ে থাকা হাজারো সাইট থেকে অনেকেই পছন্দের গান ডাউনলোড করে শুনতে ভালোবাসেন, আবার অনেকে পছন্দ করেন অনলাইন মিউজিক সার্ভিস।
বিভিন্ন অনলাইন রেডিও, Grooveshark, Pandora সহ হাজারো অনলাইন মিউজিকের ভান্ডারের মাঝে সঙ্গীতপিপাসুদের জন্য আজ আমি নিয়ে এসেছি নতুন ধারার একটি মিউজিক সার্ভিস Spotify


Spotify প্রাথমিকভাবে ইউরোপভিত্তিক একটি অনলাইন মিউজিক সার্ভিস।
২০০৮ সালে সুইডিশ Spotify AB এর তত্ত্বাবধানে চালু হয় এই সার্ভিস। পরে ব্রিটেন, ফ্রান্স, জার্মানী, নরওয়ে, স্পেন, নেদারল্যান্ড ইত্যাদি দেশে ২০১১ সালে চালু হয় এই সার্ভিস যেটির হেডকোয়ার্টার ব্রিটেনে।
এরপর সম্প্রতি আমেরিকায় চালু হয়েছে এই সার্ভিস। তবে এশিয়া, আফ্রিকা সহ অন্যান্য মহাদেশে এটি এখনো চালু করা হয়নি।
প্রোপাইটরি DRM-based এই মিউজিক স্ট্রিমিং সার্ভিসটি ক্রস-প্লাটফর্ম, ফলে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সহ মোবাইল প্লাটফর্মেও (এন্ড্রয়েড, আইফোন, সিম্বিয়ান ইত্যাদি) এটি সমান কার্যকর। অনলাইনে প্রায় ১৫ মিলিয়ন গানের সম্ভার নিয়ে গড়ে ওঠা এই সার্ভিসটি ব্যবহার করা যায় লোকাল মিউজিক ম্যানেজার হিসেবেও, অর্থাৎ কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে রাখা মিউজিক কালেকশান চালানো যাবে এটি দিয়ে, যেটি এই সার্ভিসকে দিয়েছে নতুন মাত্রা।



ফিচারসমূহ
আসুন দেখে নেওয়া যাক কি কি উল্লেখযোগ্য ফিচার রয়েছে এই মিউজিক সার্ভিসটিতে যা এটিকে অন্যদের চেয়ে আলাদা করেছেঃ
  • প্রায় ১৫ মিলিয়ন গানের এক বিশাল ক্যাটালগ, যেটি আর্টিস্ট, গানের নাম, লেবেল ইত্যাদিতে ভাগ করা আছে এবং এই গানের ভান্ডার দিন দিন আরো সমৃদ্ধ করা হচ্ছে
  • সহজ ও সুবিন্যস্ত ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস
  • ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার গান শোনার সুবিধা
  • মিউজিক প্লে-লিস্ট বা কোন গান সরাসরি সোশ্যাল ওয়েবসাইটসমূহে শেয়ারের সুবিধা
  • Last.fm ইন্টিগ্রেশন
  • পছন্দের গানের উপর ভিত্তি করে রেডিও
  • সোশ্যাল মিডিয়া (যেমন- Facebook) ইন্টিগ্রেশন
  • ক্যাশিং সুবিধা, যাতে করে কোন গান একবার শুনে ফেললে সেটি পরেরবার কোন বাফারিং ছাড়াই শোনা যাবে
  • অফলাইন সার্ভিস, এর ফলে অফলাইনেও শুনতে পারা যাবে তৈরি করা প্লে-লিস্টের গানগুলো
  • লোকাল মিউজিক কালেকশান ম্যানেজমেন্ট
  • হাই এবং লো কোয়ালিটি স্ট্রিমিং ফিচার, ফলে কম স্পীডের ইন্টারনেট লাইনেও বাধাহীন মিউজিক শুনতে পারা যাবে
এছাড়া অন্যান্য আকর্ষনীয় ফিচার তো রয়েছেই…





সাবস্ক্রিপশন
এই মিউজিক সার্ভিসটি ব্যবহারের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে  সার্ভিসটির ওয়েবসাইটে গিয়ে। এরপর আপনাকে বাছাই করতে হবে নিম্নের যেকোন একটি সাবস্ক্রিপশন প্যাকেজ-
  • ফ্রিঃ  এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে, তবে এটি এড-সাপোর্টেড আর কিছু ফিচার (যেমন- অফলাইন সার্ভিস, হাই-কোয়ালিটি স্ট্রিমিং ইত্যাদি) এতে পাবেন না। এই প্যাকেজ শুধুমাত্র US এর জন্য কার্যকর আর এটির জন্য আপনার ইনভাইটেশন কোড থাকতে হবে।
  • ওপেনঃ এটিও বিনামূল্যের সার্ভিস যেটি ইউরোপের জন্য প্রযোজ্য, এটির জন্য কোন ইনভাইটেশন কোড দরকার নেই। এটিতেও কিছু ফিচার ডিজাবল থাকবে ও এড-সাপোর্টেড।
  • আনলিমিটেডঃ এটির জন্য মাসিক ৪.৯৯ ডলার/ইউরো ফি দিতে হবে, এটিতে এড শো করবেনা, তবে এতেও কিছু ফিচার ডিজাবল থাকবে।
  • প্রিমিয়ামঃ এটির জন্য মাসিক ৯.৯৯ ডলার/ইউরো ফি দিতে হবে, এতে এড শো করবেনা এবং এতে সকল ফিচার এনাবল থাকবে।
প্যাকেজ বাছাইয়ের পর আপনাকে ডাউনলোড করে নিতে হবে Spotify ডেস্কটপ বা মোবাইল ক্লায়েন্ট (আপনার অপারেটিং সিস্টেম/প্লাটফর্ম অনুযায়ী)।
আমি আপনাদের সুবিধার্থে ক্লায়েন্টটি সরাসরি ডাউনলোড লিংক এই পোস্টের শেষে যুক্ত করে দিয়েছি।
এরপর সেটি ইন্সটলের পর ইউজারনেম/পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আপনি উপভোগ করতে পারবেন দারুন দারুন সব গান।




ইউরোপ/আমেরিকার বাইরে থেকে যেভাবে ব্যবহার করবেন এই সার্ভিস
আগেই বলা হয়েছে নির্দিষ্ট কিছু এলাকার বাইরে এই সার্ভিস এখনো চালু হয়নি, তাহলে আপনি যদি এশিয়া, আফ্রিকা ইত্যাদি এলাকায় থাকেন এবং এই সার্ভিসটি ব্যবহার করতে চান তাহলে কি করবেন? নিচে কিছু কৌশল বলে দেওয়া হলো Winking smile
  • আপনার কাছে যদি ইনভাইটেশন কোড থাকে তাহলে আপনি যেকোন প্রক্সি সাইট (যেমন- hidemyass.com) ব্যবহার করে আমেরিকান সার্ভিসে ফ্রি রেজিস্ট্রেশন এবং ক্লায়েন্ট ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন।
  • আপনার কাছে যদি ইনভাইটেশন কোড না থাকে তাহলে আপনি ইউরোপভিত্তিক সার্ভিসে ওপেন রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন, এজন্য আপনাকে ব্যবহার করতে হবে UK ভিত্তিক প্রক্সি সাইট (যেমন- daveproxy.co.uk)।
  • এছাড়া যারা Tor, Tunnel Bear ইত্যাদি প্রক্সি সার্ভিস ব্যবহার করে থাকেন তারা US/UK প্রক্সির সাহায্যে কাজটি করতে পারবেন।
এখানে আরো একটি বিষয় জানাতে চাই-

ফ্রি/ওপেন সাবস্ক্রিপশন প্যাকেজ বাছাই করে আপনি প্রক্সির সাহায্যে রেজিস্ট্রেশন করে সার্ভিসটি ব্যবহার করলেও যেহেতু আপনি অন্য মহাদেশের ব্যবহারকারী সেহেতু আপনাকে ১২/১৩ দিন পর আপনার আইপি ট্রেস করে একটি সতর্কবার্তা দেখাবে, এরপর একসময় আপনি আর লগ-ইন করতে পারবেন না! কারন এই সাবস্ক্রিপশন প্যাকেজগুলোর নিয়ম হলো সর্বোচ্চ ১৪-দিন ভ্রমন সুবিধা অর্থাৎ ১৩/১৪ দিন আপনি অন্য কোন দেশে (যেখানে এই সার্ভিস নেই) এটি ব্যবহার করতে পারবেন। কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা আনলিমিটেড ভ্রমন সুবিধা পান। এমতাবস্থায় অনেক ফ্রি/ওপেন ব্যবহারকারী সমস্যায় পড়ে যান, তাদের জন্য আমার নিচের সমাধান Open-mouthed smile
  • Spotify ক্লায়েন্টের সেটিংসের প্রক্সির জায়গায় বিভিন্ন প্রক্সি সাইট থেকে আইপি ও পোর্ট বসিয়ে (US/UK প্রক্সি) ১০-১২ দিন পর পর একবার লগ-ইন করুন আপনার রেজিস্ট্রেশন প্রোফাইলের কান্ট্রি অনুযায়ী, ব্যস! এবার বাকি দিন নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন এই সার্ভিস।
  • Tor ব্যবহারকারীরা US/UK exit node সেট করে নিয়ে এই লগ-ইন সংক্রান্ত ঝামেলা এড়াতে পারবেন। US ও UK exit node সেট করার জন্য আপনাকে torrc ফাইলটি এডিট করে নিচের কোডটুকু যুক্ত করে দিতে হবে-
US exit node
ExitNodes
desync,whistlersmother,lefkada,bettyboop,croeso,TorLuwakOrg,
nixnix,
inap1,redpineapple,cronic,sasquatch,slowturtle2,moria1,moria2,
torxmission,
augrime,err,foundry,peertechdata,sasq,0xL37N1Tor,
agrippator,
3x0rcyst5p4dd3dc311,52c5eSH5,703server,allium,amendment10,
Blackmage,BostonUCompSci
StrictNodes 1
CircuitBuildTimeout 5
NumEntryGuards 6
KeepalivePeriod 60
NewCircuitPeriod 15

UK exit node
ExitNodes
0000000000Marauder,anonion,colinwillsdorkyahoo,gigatux,gerkin,
devasdfasdf,Persepolis,ephemer2,000000000000haven,Alice
StrictNodes 1
CircuitBuildTimeout 5
NumEntryGuards 6
KeepalivePeriod 60
NewCircuitPeriod 15



এবার ফাইলটি সেভ করে নিন, এরপর থেকে ১২-১৩ দিন পর পর Tor এর সাহায্যে লগ-ইন করে উপভোগ করতে পারবেন এই সার্ভিস!



হয়তো অনেকে ভাবছেন এত ঝামেলা করে এই সার্ভিস কেন ব্যবহার করবো? কিন্তু একবার ব্যবহার করে দেখুন, আপনিও আমার মত এই সার্ভিসের ভক্ত হয়ে যাবেন, মিউজিক ফ্যানদের জন্য অসাধারন একটি সার্ভিস হলো এই Spotify। বিশেষ করে যারা কম স্পীডের ইন্টারনেটের কারনে অনলাইন মিউজিকের মজা থেকে এতদিন বঞ্চিত হয়ে এসেছিলেন তাদের জন্য দারুন সমাধান এটি!

বৈধ উপায়ে ও পাইরেসিমুক্তভাবে লেটেস্ট বাংলা, ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার প্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ করে দিতে এই মিউজিক সার্ভিসটির জুড়ি নেই Smile

তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এই সার্ভিসে আর হারিয়ে যান অনলাইন সঙ্গীতের জগতে……

আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন।


স্পটিফাই ডেস্কটপ ক্লায়েন্ট (উইন্ডোজ ভার্সন) সরাসরি ডাউনলোড করুন
স্পটিফাই ডেস্কটপ ক্লায়েন্ট (ম্যাক ভার্সন) সরাসরি ডাউনলোড করুন
লিনাক্সে ওয়াইন দিয়ে স্পটিফাই চালানোর নিয়ম

0 মন্তব্য:

মন্তব্যে ইমোটিকন ব্যবহারের জন্য ইমোটিকনের পাশের কোডটি আপনার কি-বোর্ডের সাহায্যে টাইপ করুনঃ
:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

একটি মন্তব্য পোস্ট করুন