২১ ডিসেম্বর, ২০১১

উবুন্টু/ডেবিয়ান লিনাক্সে ইন্সটল করুন ওরাকল জাভা ভার্সন ৭

জাভা একটি শক্তিশালী ক্রস প্লাটফর্ম অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যার ডেভেলপ, ওয়েবসাইট থেকে শুরু করে আধুনিক কম্পিউটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ লক্ষ্যনীয়। ওরাকল কর্পোরেশন কর্তৃক রিলিজকৃত JDK (Java Development Kit) হচ্ছে জাভা ডেভেলপারদের জন্য অবশ্য প্রয়োজনীয় একটু টুল। এর পাশাপাশি রয়েছে JRE (Java Runtime Environmet) যেটি ওয়েবব্রাউজার সমূহের জন্য জাভা প্লাগইন হিসাবে কাজ করে।



সম্প্রতি রিলিজ হয়েছে ওরাকল জাভার নতুন ভার্সন ৭ যেটিতে পূর্বের ভার্সনের চেয়ে আরো বেশি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে- নতুন প্রটোকল (যেমন- SCTP) সাপোর্ট, নতুন I/O লাইব্রেরি সাপোর্ট, JVM এ যুক্ত হয়েছে নতুন ডাইনামিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, স্ট্রিং সুইচিং ইত্যাদি। ইতিমধ্যেই উইন্ডোজ, লিনাক্স সহ সকল প্লাটগফর্মের জন্য এই নতুন ভার্সনটা পাওয়া যাচ্ছে।

আমার আজকের পোস্টে আমি আলোচনা করবো কিভাবে আপনি উবুন্টু/ডেবিয়ান লিনাক্সে (ফেডোরা/ওপেনসুয্যের জন্য বাইনারি [rpm] রয়েছে, ফলে তাদের জন্য এটি প্রযোজ্য নয়) ওরাকল জাভার (JDK ও JRE) নতুন এই ভার্সনটি ইন্সটল করবেন।

১০ ডিসেম্বর, ২০১১

উবুন্টুতে মেইল সার্ভার ইন্সটল এবং কনফিগারেশন [১ম পর্ব]

মাঝখানে কিছুদিন ব্যস্ততার কারনে সময় করতে না পারায় ব্লগে নতুন কোন পোস্ট দিতে পারিনি। আজ কিছুটা সময় পেয়ে তাই ফিরে এলাম নতুন একটি লিনাক্স বিষয়ক টিউটোরিয়াল নিয়ে। এর আগে ব্লগে ফেডোরায় সাম্বা সার্ভার ইন্সটলেশন এবং কনফিগারেশন বিষয়ক একটি পোস্ট দিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উবুন্টুতে ধাপে ধাপে মেইল সার্ভার ইন্সটলেশন ও কনফিগার বিষয়ক একটি টিউটোরিয়াল।

লিনাক্স সিস্টেমে মেইল সার্ভার ইন্সটলেশন এবং কনফিগার করা কিছুটা সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। তাই আমি ধাপে ধাপে সহজ ভাষায় এই প্রক্রিয়াটি আলোচনা করার চেষ্টা করবো। পুরো বিষয়টি একটি পোস্টে আলোচনা করলে পোস্ট দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি দুই পর্বে আলোচনাটি করার চেষ্টা করবো। আজ দিলাম ১ম পর্ব।

মেইল সার্ভার ইন্সটলের পূর্বে যেসকল বিষয় জানা দরকার তা হলো একটি মেইল সার্ভার স্থাপনে কি কি দরকার হয়, এটি কেবলমাত্র একটি সার্ভার নয় বরং বেশ কিছু উপাদানের সমন্বয়ে গড়ে উঠে একটি মেইল সার্ভার। আপনার প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে আপনার মেইল সার্ভার দরকার পড়তে পারে। তাই মেইল সার্ভারের প্রয়োজনীয় অংশগুলো জানা থাকা দরকার।