৩০ জানুয়ারী, ২০১১

'মেহেরজান' চলচ্চিত্র নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক ও কিছু কথা

'মেহেরজান'; যুদ্ধ ও প্রেমের গল্প নাম দিয়ে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় মুক্তিপ্রাপ্ত এই ভিন্নস্বাদের (!) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি নিয়ে মুক্তির আগে থেকেই মিডিয়া মারফত ব্যাপক মাতামাতি চলেছে। হয়েছে নানা আলোচনা, ইমপ্রেস টেলিফিল্মের সহযোগীতায় এর আগে বেশকিছু সাড়াজাগানো মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি তৈরি হওয়ায় এই ছবিটি নিয়েও সৃষ্টি হয়েছিল দর্শক-বোদ্ধাদের আগ্রহ। এই ছবিতে ভারতের জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জীর মত গুণী শিল্পীদের অভিনয়ের কথা শুনেও আগ্রহী হয়েছিলেন অনেকে। কিন্তু মুক্তির পর কি দেখলাম আমরা এই ছবিতে?
ভিন্নধারার গল্পের নাম দিয়ে এই ছবিতে দেখানো হলো আমাদের জাতির গর্ব মুক্তিযুদ্ধ নিয়ে চরম বিতর্কিত আর বিকৃত ইতিহাস! সচেতন জনগণ এটি মেনে নেয় নাই, কিছু মিডিয়া আর ব্যক্তি এটিকে সমর্থন দিলেও দেশের বেশিরভাগ জনগণ এই ছবিটি নিয়ে সমালোচনা করেছেন, অনলাইন জগতে ব্লগ-ফোরাম সহ সবখানে চলেছে এই ছবিটির ব্যবচ্ছেদ আর তুমুল সমালোচনা।

২৭ জানুয়ারী, ২০১১

কে হতে পারে ক্রিকেট বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন?

বিশ্বকাপ ক্রিকেট অত্যাসন্ন! হিসাব মতে আর মাত্র ২২ দিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ এই আসর। এবারের বিশ্বকাপ উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়ায় এটি নিয়ে উন্মাদনাও কম নয়, সহ-আয়োজক দেশ হওয়ায় বাংলাদেশের জন্য বিশ্বকাপ এবার নিয়ে এসেছে নতুন এক মাত্রা। কে হবে এবারের শিরোপা জয়ী? কার হাতে যাবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ট্রফিটি? এই আলোচনা এখন সবার মুখে মুখে...গত কয়েক বিশ্বকাপের চিরাচরিত অসিদের একক আধিপত্যের ধারা ভেঙ্গে এবার নতুন এক চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় আলোচনা জমে উঠেছে বেশ।
আমার এই পোস্টে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বিবেচনা করা হচ্ছে এমন কিছু দেশ নিয়ে আমার নিজস্ব ভাবনা তুলে ধরার চেষ্টা করছি-
ভারত
বিশ্বকাপ শুরুর আগে থেকেই হট ফেভারিটের তালিকায় প্রথমেই যে দেশটি নিয়ে মাতামাতি হচ্ছে সেটি হলো ভারত। সহ-আয়োজক ভারত আগের বিশ্বকাপগুলোতে তেমন সাড়া জাগাতে (২০০৩ বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত গেলেও ২০০৭ বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায়) না পারলেও এবার বেশ আটঘাট বেঁধেই নামছে শিরোপা জয়ের মিশনে। সাম্প্রতিক পারফরমেন্স আর ঘরের মাঠ এই দুটি সুবিধা মিলিয়ে ভারতকে তাই ক্রিকেট বোদ্ধারা রাখছেন তালিকার প্রথম দিকেই।

২২ জানুয়ারী, ২০১১

Hotot: লিনাক্সের জন্য দারুন একটি ডেস্কটপ টুইটার ক্লায়েন্ট

আমাদের অনেকেরই টুইটারে একাউন্ট আছে। ফেসবুকের পাশাপাশি আমাদের দেশ সহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগের সাইট হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যাপক জনপ্রিয়। অনেকেই পিসিতে টুইটার ক্লায়েন্টের সাহায্যে টুইটার ব্যবহার করতে পছন্দ করে থাকেন। উইন্ডোজ প্লাটফর্মে বেশকিছু টুইটার ক্লায়েন্ট রয়েছে যেগুলো বেশ ফিচার-সমৃদ্ধ। এগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো। আর এডোব-এয়ার ছাড়াও বেশকিছু ক্লায়েন্ট আছে। লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি ফিচারসমৃদ্ধ টুইটার ক্লায়েন্টের অভাব ছিল আগে থেকেই। এডোব-এয়ার বেসড ক্লায়েন্টগুলো লিনাক্সে কাজ করলেও এডোব-এয়ার ছাড়া ভালোমানের টুইটার ক্লায়েন্টের অভাব অনুভূত হয়েছে অনেকবার। লিনাক্স ব্যবহারকারী টুইটার একাউন্টধারীদের ফিচারসমৃদ্ধ ডেস্কটপ টুইটার ক্লায়েন্টের অভাব দূর করতে এলো Hotot!

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলঃ আমার ভাবনা

আপনারা অবগত আছেন যে, সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ কে সামনে রেখে ঘোষিত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড। এই স্কোয়াড দেখে নানা জনে নানা মন্তব্য করছেন। কেউ করছেন সমালোচনা, আবার কেউ করছেন প্রশংসা। এটাই স্বাভাবিক, কারন উপমহাদেশে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের এই ১৫ জনের উপর নির্ভর করছে ১৫ কোটি দেশবাসীর আশা-ভরসা। এরাই বিশ্বকাপে ভালো খেলে আমাদের গর্বিত করবে এটাই সবার আশা। ফলে বাংলাদেশ দল নিয়ে এমন আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আপনাদের সবার জন্য বাংলাদেশ দলের ১৫ সদস্যের নাম নিচে দিলাম-
চূড়ান্ত স্কোয়াডঃ  সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী।