পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে নির্মিত এই টুইটার ক্লায়েন্ট অল্প-সময়েই এটির দূর্দান্ত কিছু ফিচার আর চমৎকার ইন্টারফেস দিয়ে জয় করে নিয়েছে লিনাক্স ব্যবহারকারীদের মন। বর্তমানে লিনাক্স প্লাটফর্মের জন্য বানানো টুইটার ক্লায়েন্টগুলোর মধ্যে সহজেই সামনের কাতারে নিজের স্থান করে নিয়েছে Hotot.
ফিচারসমূহ
Hotot টুইটার ক্লায়েন্টে রয়েছে বেশকিছু চমক জাগানো ফিচার, টুইটার ক্লায়েন্টের বেসিক ফিচারগুলো ছাড়াও এতে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো এটিকে করেছে জনপ্রিয়, এর অন্যতম প্রধান কিছু সুবিধা হলো-
- এক্সটেনশন সাপোর্ট
- ইমেজ আপলোড ও প্রিভিউ
- থ্রেড কনভারসেশন
- কনটেন্ট ফিল্টার
- জিওগ্রাফিক ইনফরমেশন
- অটো-কমপ্লিট ফিচার
- এপিআই প্রক্সি সাপোর্ট
- গ্নোম ও কেডিই ইন্টিগ্রেশন
ইন্সটলেশন
উবুন্টু ও লিনাক্স মিন্ট ব্যবহারকারীরা এই চমৎকার টুইটার ক্লায়েন্টটি পেতে পারেন পিপিএ'র মাধ্যমে। এজন্য কমান্ড নিচে দেওয়া হলো-
sudo add-apt-repository ppa:hotot-team
sudo apt-get update && sudo apt-get install hotot
আর ফেডোরা/ওপেনসুয্যে ব্যবহারকারীরা এর rpm প্যাকেজটি নামিয়ে নিতে পারেন এখান থেকে।
তাহলে আর দেরি না করে লিনাক্সে ইন্সটল করে ফেলুন এই দারুন টুইটার ক্লায়েন্টটি আর ডেস্কটপ থেকে ব্যবহার করতে থাকুন টুইটার!
নিচের এটির কিছু ছবি দেওয়া হলঃ
6 মন্তব্য:
আগেও একবার ইনস্টল করেছিলাম, সেও আপনার কথা শুনে। আবার ইনস্টলালাম আপনার কথায়।
@প্রখর রুদ্র, তা কেমন লাগছে এটি? আগে কেমন লেগেছিল আর এখন কেমন মনে হচ্ছে? :D
hotot খুবই চমৎকার টুইটার ক্লায়েন্ট। বাকি সবগুলার চাইতে অনেক ভালো মনে হয়। আর টুইট, কমেন্ট আলাদা করে সহযে চেনা যায় যার জন্য উইজ করে মজা পাই।
+১
টুইটার ক্লায়েন্ট হিসাবে লিনাক্স প্লাটফর্মে hotot এর জুড়ি নাই, এর ভার্সন ০.৯.৯ রিলিজের পর এটির ফিচার আরো বেশি হবে, অপেক্ষায় থাকুন :)
আপনার ব্লগে আজ ই মনে হয় প্রথম এলাম। ভাল লাগলো আপনার ব্লগটা।
টুইটার ক্লায়েন্টটা ইন্সটল করে ফেললাম। :)
ধন্যবাদ।
@হিমেল, আপনাকেও ধন্যবাদ
:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))
একটি মন্তব্য পোস্ট করুন