২৮ এপ্রিল, ২০১২

উবুন্টু ১২.০৪ এলটিএস ইন্সটলের পর অবশ্য করণীয় ১০টি কাজ

আপনি যদি এই ব্লগের নতুন পাঠক হন আর পরবর্তী সকল নতুন পোস্ট দ্রুত পেতে চান
তাহলে সাবস্ক্রাইব করুন RSS Feed !
প্রিয় পাঠক, আপনারা নিশ্চয় অবগত আছেন যে, গত ২৬ এপ্রিল রিলিজ হয়েছে জনপ্রিয় ডেক্সটপ লিনাক্স ডিস্ট্রো উবুন্টুর ৪র্থ লং-টার্ম সার্ভিস সংস্করণ ১২.০৪ (প্রিসাইস প্যাঙ্গোলিন)। নতুন অনেক ফিচার সম্বলিত এই সংস্করণটি ইতিমধ্যেই ইউজারদের মধ্যে সাড়া ফেলেছে। নিশ্চয় অনেকেই এটি ইন্সটল করেও ফেলেছেন, কিন্তু ইন্সটলের পর সিস্টেম কাজের উপযোগী করার জন্য কি কি কাজ গুরুত্বপূর্ন সেগুলা সঠিকভাবে জানা না থাকায় অনেক নতুন ব্যবহারকারী হিমশিম খান।






ইন্টারনেটে ইংরেজি ভাষায় এধরনের কাজের তালিকা সম্বলিত বেশকিছু পোস্ট পাওয়া যাবে, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলায় এধরনের পোস্টের স্বল্পতা রয়েছে। সেটি মাথায় রেখেই আমি লিখতে বসেছি এই পোস্ট; এখানে আমি চেষ্টা করবো নতুন ব্যবহারকারীদের জন্য উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর গুরুত্বপূর্ন কি কি কাজ করতে হবে সেটা যথাসাধ্য সহজ ভাষায় তুলে ধরার। এটি অবশ্য উবুন্টুর অন্যান্য সংস্করণগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য হবে।


তাহলে আসুন মূল পোস্টে যাওয়া যাক-






> উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর অবশ্য করণীয় ১০টি কাজের তালিকা <



১ম কাজঃ মেডিবুন্টু রিপো এবং গেটডেব রিপো এনাবল করা

উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর লোকাল সেটিংস (যেমন- সাউন্ড, ওয়ালপেপার, কি-বোর্ড ইত্যাদি) ঠিকঠাক করার পর ইন্টারনেট সংযোগ এনাবল করতে হবে। কারন ইন্টারনেট সংযোগ ছাড়া উবুন্টু ব্যবহার করে আসলে কোন মজাই পাওয়া যাবেনা! দরকারী নানা প্যাকেজ ও কোডেক ইন্সটলের জন্য ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক।

আইনগত ঝামেলার কারনে ডিফল্টভাবে উবুন্টুতে মিডিয়া ফাইল চালানোর উপযোগী কোডেকসমূহ দেওয়া থাকেনা। ফলে নতুন ব্যবহারকারীরা পিসিতে থাকা গান, ভিডিও ইত্যাদি চালাতে না পেরে বিপাকে পড়তে পারেন; কিন্তু চিন্তার কারন নেই! মেডিবুন্টু রিপো এনাবল করার মাধ্যমে আপনি সহজেই পেতে পারেন দরকারী সব কোডেক।
এছাড়া বিভিন্ন ফরম্যাটের আর্কাইভ এক্সট্রাক্ট ও তৈরি করার জন্যও কিছু টুল দরকার পড়তে পারে।
নিচের কমান্ডটি দিয়ে এই রিপোটি এনাবল করুনঃ

sudo -E wget --output-document=/etc/apt/sources.list.d/medibuntu.list http://www.medibuntu.org/sources.list.d/$(lsb_release -cs).list && sudo apt-get update && sudo apt-get --yes --allow-unauthenticated install medibuntu-keyring && sudo apt-get update

এবার নিচের কমান্ডের সাহায্যে ইন্সটল করে নিন দরকারী সব কোডেকঃ

sudo apt-get install ubuntu-restricted-extras flashplugin-installer libdvdread4 libdvdcss2 rar unrar p7zip-full p7zip-rar unace cabextract arj mpack lha uudeview

 এবার দেখুন সব মিডিয়া ফাইল অনায়াসেই চালাতে পারছেন এবং যেকোন ফরম্যাটের আর্কাইভ ওপেন করতে পারবেন।


এরপরের কাজটি হবে গেটডেব রিপো এনাবল করা। উবুন্টু রিপোর কিছু প্যাকেজ আপডেটেড রাখতে এবং রিপোতে পাওয়া যায়না এমন অনেক প্যাকেজ সহজে ইন্সটলের জন্য এই রিপোটির গুরুত্ব অনেক।
এই রিপোটি এনাবল করুন নিচের কমান্ড দিয়েঃ

wget -q -O - http://archive.getdeb.net/getdeb-archive.key | sudo apt-key add - sudo sh -c 'echo "deb http://mirrors.dotsrc.org/getdeb/ubuntu precise-getdeb apps" >> /etc/apt/sources.list.d/getdeb.list'

এবার আপনার উবুন্টুর রিপো সংগ্রহ হয়ে উঠবে আরো সমৃদ্ধ।






২য় কাজঃ জনপ্রিয় মিডিয়া/মিউজিক প্লেয়ার ইন্সটল

উবুন্টুর সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে Totem Movie Player এবং  Rythmbox Music Player। কিন্তু অনেক ইউজার নিজের পছন্দমত মিডিয়া/মিউজিক প্লেয়ার দিতে চাইতে পারেন, উবুন্টু রিপো ও গেটডেব রিপোতে রয়েছে এধরনের নানা জনপ্রিয় মিউজিক ও মিডিয়া প্লেয়ার।

নিচে এধরনের কিছু মিডিয়া/মিউজিক প্লেয়ারের নাম ও এগুলো উবুন্টুতে ইন্সটল করার কমান্ড দেওয়া হলোঃ


VLC Media Player

sudo apt-get install vlc mozilla-vlc


SMPlayer

sudo apt-get install smplayer


Exaile Music Player

sudo apt-get install exaile


Audacious

sudo apt-get install audacious


Banshee Media/Music Player

sudo apt-get install banshee


Clementine Music Player

sudo apt-get install clementine


এর বাইরেও আরো অন্যান্য মিউজিক ও মিডিয়া প্লেয়ার আপনি ইন্সটল করতে পারবেন উবুন্টুতে।







৩য় কাজঃ  ইন্সট্যান্ট মেসেঞ্জার ও আইআরসি ক্লায়েন্ট ইন্সটল

উবুন্টুতে বাই-ডিফল্ট ইন্সট্যান্ট মেসেঞ্জার হিসাবে দেওয়া থাকে এমপ্যাথি; কিন্তু অনেকের কাছেই এটি ভালো নাও লাগতে পারে (আমি নিজেও ব্যক্তিগতভাবে এটি পছন্দ করিনা)। আর আইআরসি চ্যানেলে চ্যাটের জন্য কোন ক্লায়েন্ট বাই-ডিফল্ট উবুন্টুতে থাকেনা। ফলে ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী ইন্সট্যান্ট মেসেঞ্জার এবং  আইআরসি ক্লায়েন্ট ইন্সটল করে নিতে পারেন।
উবুন্টুর জন্য এধরনের জনপ্রিয় কিছু ক্লায়েন্ট হলোঃ


Pidgin

sudo apt-get install pidgin pidgin-plugin-pack pidgin-themes


 Emesene

sudo apt-get install emesene


Kopete

sudo apt-get install kopete


Xchat

sudo apt-get install xchat


Xchat-gnome

sudo apt-get install xchat-gnome


Skype

sudo apt-get install skype


Smuxi

sudo apt-get install smuxi







৪র্থ কাজঃ  টুইটার ক্লায়েন্ট ইন্সটল

বর্তমান সময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের জনপ্রিয়তা আকাশচুম্বী, এর সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে টুইটার ক্লায়েন্টের সংখ্যা। উবুন্টুতে দেওয়া থাকে Gwibber Social Client, এটি দিয়ে টুইটারে কানেক্ট হওয়া যায়। কিন্তু এর বাইরেও উবুন্টুর জন্য রয়েছে দারুন কিছু টুইটার ক্লায়েন্ট।
এর মধ্যে অন্যতম হলোঃ


 Hotot

sudo add-apt-repository ppa:hotot-team
sudo apt-get update
sudo apt-get install hotot



Turpial

sudo apt-get install turpial


Choqok

sudo apt-get install choqok






৫ম কাজঃ ডাউনলোড ম্যানেজার এবং টরেন্ট ক্লায়েন্ট ইন্সটল

ডাউনলোড করতে কে না ভালোবাসে? ইন্টারনেটের বিশাল ভান্ডার থেকে গান, মুভি, ভিডিও, বই ডাউনলোড করেননা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এই কাজের জন্য দরকার পড়তে ভালোমানের ডাউনলোড ম্যানেজার এবং টরেন্ট ক্লায়েন্ট। উবুন্টুতে বাই-ডিফল্ট টরেন্ট ক্লায়েন্ট হিসাবে আছে Transmission।
এর বাইরেও জনপ্রিয় কিছু গ্রাফিক্যাল ডাউনলোড ম্যানেজার এবং টরেন্ট ক্লায়েন্ট ইন্সটল করে নেওয়া যায়ঃ


Uget

sudo apt-get install aria2 uget


Multiget

sudo apt-get install multiget


Kget

sudo apt-get install kget


 JDownloader

sudo add-apt-repository ppa:jd-team/jdownloader
sudo apt-get update
sudo apt-get install jdownloader



Deluge

sudo apt-get install deluge


QBittorrent

sudo apt-get install qbittorrent


Vuze

sudo apt-get install vuze






৬ষ্ঠ কাজঃ প্রোগ্রামিং এবং কম্পাইলের জন্য প্রয়োজনীয় প্যাকেজ ইন্সটল

লিনাক্স মানেই সেরা প্রোগ্রামিং প্লাটফর্ম আর উবুন্টুতে রয়েছে প্রোগ্রামিং এবং কম্পাইলের উপযোগী সকল প্যাকেজের সমাহার। উবুন্টুতে প্রোগ্রামিং এবং কম্পাইলিংয়ের জন্য সকল দরকারী প্যাকেজ ও কিছু প্রোগ্রামিং IDE ইন্সটলের উপায় নিচে দেওয়া হলোঃ


কম্পাইল ও প্রোগ্রামিং লাইব্রেরি/টুলস সমূহ

sudo apt-get install build-essential fakeroot checkinstall cmake cdbs devscripts dh-make libxml-parser-perl avahi-daemon check intltool libgtk2.0-dev libgtk-3-dev libqt4-core libqt4-dev dpkg-dev libwebkitgtk-dev python-dev


Geany

sudo apt-get install geany


Anjuta

sudo apt-get install anjuta


Bluefish

sudo apt-get install bluefish


NetBeans

sudo apt-get install netbeans


Eclipse

sudo apt-get install eclipse


Codeblocks

sudo apt-get install codeblocks


MonoDevelop

sudo apt-get install monodevelop


Vim

sudo apt-get install vim






৭ম কাজঃ  প্রয়োজনীয় সিস্টেম টুলস ইন্সটল

উবুন্টুতে নানাধরনের টুইক, সিস্টেম ম্যানেজমেন্ট ও অন্যান্য কাজের জন্য দরকার পড়তে পারে কিছু সফটওয়্যার। এধরনের কিছু সফটওয়্যারের নাম ও এগুলো ইন্সটলের উপায় নিচে দেওয়া হলোঃ


Synaptic Package Manager

sudo apt-get install synaptic


Gdebi

sudo apt-get install gdebi


Ubuntu Tweak

sudo add-apt-repository ppa:tualatrix/ppa
sudo apt-get update
sudo apt-get install ubuntu-tweak



Bleachbit

sudo apt-get install bleachbit


MyUnity

sudo apt-get install myunity


Gnome Tweak Tool

sudo apt-get install gnome-tweak-tool


Ntfs-config

sudo apt-get install ntfs-config ntfsprogs hal


Y PPA Manager

sudo add-apt-repository ppa:webupd8team/y-ppa-manager
sudo apt-get update
sudo apt-get install y-ppa-manager



Firewall

sudo apt-get install gufw


Gparted

sudo apt-get install gparted






৮ম কাজঃ গ্রাফিক্স টুলস এবং আরো কিছু ইন্টারনেট প্যাকেজ ইন্সটল

উবুন্টুতে বাই-ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার, ফটো ভিউয়ার, ফটো ম্যানেজার, ডকুমেন্ট ভিউয়ার এসব দেওয়াই থাকে, কিন্তু এগুলো দিয়ে কি হয়? ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী এধরনের আরো প্যাকেজ ইন্সটল করে উবুন্টুকে সমৃদ্ধ করে তুলতে পারেন।
নিচে এধরনের কিছু প্যাকেজের নাম ও ইন্সটলের উপায় সম্পর্কে বলা হলোঃ


Chromium Browser

sudo add-apt-repository ppa:chromium-daily/stable
sudo apt-get update
sudo apt-get install chromium-browser



Epiphany Web Browser

sudo apt-get install epiphany-browser


Rekonq Browser

sudo apt-get install rekonq


Opera Web Browser

অফিসিয়াল সাইট থেকে উবুন্টু প্যাকেজ (.deb) ডাউনলোড করে ইন্সটল করুন।


Gimp

sudo apt-get install gimp gimp-data-extras


Gthumb

sudo apt-get install gthumb


Adobe Reader

sudo apt-get install acroread


Cheese Webcam Booth

sudo apt-get install cheese


Shutter

sudo apt-get install shutter





৯ম কাজঃ সাজিয়ে তুলুন উবুন্টু

উবুন্টুর ডিফল্ট চেহারা-সুরত অনেকেরই ভালো লাগতে নাও পারে, মন কি চায় না নিজের ইচ্ছামতো থিম, আইকন ইত্যাদি ইন্সটলের মাধ্যমে উবুন্টুকে সাজিয়ে তুলতে? তাহলে এর জন্য আপনার লাগবে কিছু থিম ও আইকন প্যাকেজ, এসকল প্যাকেজ ইন্সটলের মাধ্যমে আপনি ইচ্ছেমতো সাজাতে পারবেন উবুন্টুকে; এজন্য দরকার হবে রিপো যোগ করাঃ


Webupd8 Theme Repository

sudo add-apt-repository ppa:webupd8team/themes
sudo apt-get update


আরো অনেক থিম ও আইকন পেতে হলে ভিজিট করতে পারেন নিচের সাইটগুলোঃ

Unixmen 

Gnome Look

Devian Art


এবার নানা থিম ইন্সটলের মাধ্যমে ঝাকানাকা করে তুলুন আপনার উবুন্টু সিস্টেমকে...







১০ম কাজঃ উবুন্টুতে খেলুন গেমস এবং উইন্ডোজ সফটওয়্যার চালনা

বেশিরভাগ নতুন লিনাক্স ইউজারই মূলত উইন্ডোজ থেকে আসেন, ফলে উইন্ডোজের প্রিয় কোন সফটওয়্যার বা গেমস উবুন্টুতে চালাতে ও খেলতে না পেরে এনারা পড়েন মুশকিলে! কিন্তু যত মুশকিল তত আসান! উইন্ডোজের এপ্লিকেশন/গেমস চালানো সম্ভব উবুন্টুতেও, কিভাবে?
এজন্য আপনার দরকার পড়বে নিম্নোক্ত প্যাকেজঃ


Wine

sudo apt-get install wine winetricks playonlinux


এবার আপনি অনায়াসে উইন্ডোজের সফটওয়্যার ও গেমসগুলো চালাতে পারবেন উবুন্টু থেকে।


অনেকে হয়তো ভাবতে পারেন তাহলে কি উবুন্টুর জন্য নেটিভ কোন গেমস নেই? অবশ্যই আছে, উবুন্টু রিপো এবং গেটডেব গেমস রিপো থেকে ইন্সটল করা যায় মজাদার অনেক গেমস।

গেটডেব গেমস রিপো (Playdeb) যোগ করুন এভাবেঃ

wget -q -O - http://archive.getdeb.net/getdeb-archive.key | sudo apt-key add - sudo sh -c 'echo "deb http://mirrors.dotsrc.org/getdeb/ubuntu precise-getdeb games" >> /etc/apt/sources.list.d/playdeb.list'


 এবার ইন্সটল করতে পারেন দারুন কিছু গেমস, যেমনঃ


Urban Terror (FPS)

sudo apt-get install urbanterror


Alien Arena (FPS)

sudo apt-get install alienarena


DreamChess (Chess)

sudo apt-get install dreamchess


Vdrift (Racing)

sudo apt-get install vdrift


Assault Cube (FPS)

sudo apt-get install assaultcube


0ad (RTS)

sudo apt-get install oad


 Tremulous (FPS)

sudo apt-get install tremulous


Torcs (Racing)

sudo apt-get install torcs


এর বাইরেও আরো অনেক গেমস রয়েছে রিপোতে।







মোটামুটিভাবে এগুলাই হলো উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর দরকারী ১০টি কাজের তালিকা। তবে মনে রাখতে হবে এখানে ব্যবহারকারীর চাহিদাভেদে কাজের তারতম্য হতে পারে।

এর বাইরেও আরো কিছু কাজ ব্যবহারকারীকে করতে হতে পারে, যেমন- ইন্টারনেট কানেকশান এনাবল সংক্রান্ত কাজ, রেস্ট্রিকটেড ড্রাইভার ইন্সটলেশন (যদি দরকার পড়ে), আরো কিছু পিপিএ এনাবল করা, বাংলা ইনপুট মেথড কনফিগার ও সিস্টেম সংক্রান্ত নানাধরনের কাজ। এগুলো ব্যবহারকারীভেদে আলাদা হতে পারে তাই এই পোস্টে আলোচনা করলাম না।


দীর্ঘসময় ধরে এই পোস্টটি পড়ার পর যদি কোন নতুন উবুন্টু ব্যবহারকারীর কিছুটা হলেও কাজে লাগে তাহলেই আমি নিজেকে সার্থক মনে করবো। আজ তবে এখানেই শেষ করছি, আগামীতে আবারো নতুন কোন বিষয় নিয়ে উপস্থিত হতে পারি।


হ্যাপি লিনাক্সিং!

0 মন্তব্য:

মন্তব্যে ইমোটিকন ব্যবহারের জন্য ইমোটিকনের পাশের কোডটি আপনার কি-বোর্ডের সাহায্যে টাইপ করুনঃ
:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

একটি মন্তব্য পোস্ট করুন